উচ্চতায় অসুস্থতা (অল্টিচিউড সিকনেস) - Altitude Sickness in Bengali

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 21, 2018

March 06, 2020

উচ্চতায় অসুস্থতা
উচ্চতায় অসুস্থতা

উচ্চতায় অসুস্থতা বা অল্টিচিউড সিকনেস কি?

উচ্চতায় অসুস্থতা বা পর্বত ভ্রমনে উচ্চতাজনিত অসুস্থতা ঘটে যখন কেউ অনেক অধিক উচ্চতায় ওঠে, অথবা দ্রুতগতিতে উচ্চতায় ওঠে। যেহেতু বেশি উচ্চতায় বায়ুর চাপ কমে যায়, শরীর সেই অবস্থার সাথে মানিয়ে নিতে সময় নেয়। সাধারণত 8000 ফিটের বেশি উচ্চতায় এই উচ্চতায় অসুস্থতা অনুভূত হয়।

বিভিন্ন রকমের উচ্চতায় অসুস্থতাগুলি হল:

  • পর্বতে তীব্র অসুস্থতা, যেটি সবথেকে সাধারণ একটি প্রকার।
  • অধিক উচ্চতায় ফুসফুসে শোথ বা জলীয় পদার্থ জমে ফুলে ওঠা বা এডেমা, যেটি মারাত্মক হতে পারে।
  • অধিক উচ্চতায় মস্তিষ্কে জলীয় পদার্থ জমে ফুলে ওঠা বা সেরিব্রাল ওয়েডেমা, যেটি এই সবকটির মধ্যে সবচেয়ে মারাত্মক।

উচ্চতায় অসুস্থতার প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?

বিভিন্ন প্রকারের উচ্চতায় অসুস্থতার অভিজ্ঞতার উপর নির্ভর করে, উপসর্গগুলিও বিভিন্ন প্রকারের হয়। কোন কোন ব্যক্তির মধ্যে সাধারণ উপসর্গগুলিই দেখা যায়, আবার অধিক উচ্চতায় ফুসফুসে শোথ বা পাল্মোনারি ওয়েডেমার ক্ষেত্রে ফুসফুসে জলীয় পদার্থ জমে যায়। আবার সেরিব্রাল ওয়েডেমার ক্ষেত্রে  অধিক উচ্চতায় জলীয় পদার্থ মস্তিষ্কে জমা হতে থাকে।

কিছু সাধারণ উপসর্গ হল:

  • মাথা ব্যাথা এবং মাথা ঘোরা।
  • বমিবমি ভাব এবং/অথবা বমি করা।
  • ক্লান্তি, তীব্র শ্বাসকষ্ট এবং ক্ষুধামন্দা বা ব্যক্তির মধ্যে খিদের অভাব।
  • ঘুমে ব্যাঘাত।
  • নীল বর্ণের নখ ও ঠোঁট।
  • ফ্যাকাশে ত্বক।

সাধারণ উপসর্গগুলি অধিক উচ্চতায় পৌঁছানোর অল্পক্ষনের মধ্যেই দেখা দেয়, এবং শরীর মানিয়ে নিতে শুরু করলেই মিলিয়ে যেতে থাকে। বিশেষ করে অধিক তীব্র অবস্থার ক্ষেত্রে, ব্যক্তিটি যেগুলি অনুভব করতে পারেন,সেগুলি হল:

  • তীব্র মাথা ব্যাথা।
  • বুকে অস্বাভাবিক রক্ত সঞ্চার।
  • চলাফেরা করতে সমস্যা।
  • কথাবার্তায় অসংলগ্নতা।
  • চিনতে না পারা।
  • তীব্র কাশি সঙ্গে গোলাপী থুতু।
  • অচেতনাবস্থা অথবা কোমা

উচ্চতায় অসুস্থতার বিশেষ কারণগুলি কি কি?

উচ্চতায় অসুস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল জলবায়ু পরিবর্তন যা ওই ব্যক্তির দ্বারা অনুভূত হয় যার জন্য শরীর মানিয়ে নিতে পারে না। তাছাড়া, এই অসুস্থতা বৃদ্ধিতে সাহায্য করে এমন কিছু অন্যান্য বিষয় হল:

  • খুব তাড়াতাড়ি উচ্চতায় চড়া বা আরোহন করা।
  • উচ্চতায় অসুস্থতার পারিবারিক ইতিহাস।
  • আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ায় অক্ষমতা।
  • মাদক ও নেশার বস্তুর সেবন।
  • হার্ট, ফুসফুস অথবা অন্য শারীরিক সমস্যার পূর্ব ইতিহাস।

উচ্চতায় অসুস্থতা কিভাবে নির্ণয় ও চিকিৎসা করা হয়?

এই রোগ নির্নয় করা খুব একটা সহজ নয় কারণ চিকিৎসার সুযোগ সীমিত আর প্রাথমিক চিকিৎসার অভাব দেখা যায়। যাইহোক, এইরকম কোন একটি অথবা যৌথ অবস্থার সম্মুখীন হলে, নির্দিষ্ট সময়ের মধ্যে সেরে না গেলে যথাযথ চিকিৎসার প্রয়োজন হয়ে পরে। একজন চিকিৎসক হয়তো ফুসফুসের শব্দ শুনে কতটা তরল জমেছে তা নির্দেশ করতে পারবেন।

পরবর্তীকালীন চিকিৎসাতে রোগ নির্নয় করতে এইসকল ব্যবস্থাগুলির মধ্যে একটি অবলম্বন করা যেতে পারে:

  • ইসিজি।
  • বুকের এক্স-রে।
  • রক্ত পরীক্ষা।

উচ্চতায় অসুস্থতার সংকটজনক পর্যায়ে চিকিৎসায় জটিলতা লক্ষ্য করা যায়। যাইহোক, সমস্ত ক্ষেত্রেই যথাযথ যত্নের বিশেষ প্রয়োজন। এর মধ্যে আছে:

  • কম উচ্চতায় অবতরণ করা এবং/অথবা অক্সিজেনের কৃত্রিম সরবরাহ।
  • উচ্চ রক্তচাপের জন্য ওষুধের প্রয়োগ।
  • শ্বাস নেওয়ার সুবিধার জন্য ইনহেলার এবং বন্ধ হয়ে যাওয়া নাকের চিকিৎসা।
  • ফুসফুসে রক্ত সঞ্চার বাড়াতে চিকিৎসা।
  • উচ্চতায় অসুস্থতার চিকিৎসা, যা চড়াইয়ের প্রাথমিক পর্যায়ে দেওয়া হয়।



তথ্যসূত্র

  1. Hackett P, Roach RC. Altitude Sickness. High altitude cerebral oedema. hamb 2004; 5(2):136-146
  2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Acute mountain sickness
  3. Wiedman M, Tabin GC. High-altitude retinopathy and altitude illness.. Ophthalmology. 1999 Oct;106(10):1924-6; discussion 1927. PMID: 10519586
  4. The Institute for Altitude Medicine. Institute For Altitude Medicine. [internet]
  5. Union Internationale des Associations d’Alpinisme. A BRIEF GUIDE TO ALTITUDE SICKNESS. International Climbing and Mountaineering Federation. [internet]