ইউরিনারি রিটেনশন (প্রস্রাব চেপে রাখা) - Urinary Retention in Bengali

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 01, 2018

March 06, 2020

ইউরিনারি রিটেনশন
ইউরিনারি রিটেনশন

ইউরিনারি রিটেনশন বা প্রস্রাব চেপে রাখা কাকে বলে?

ইউরিনারি রিটেনশন বা প্রস্রাব চেপে রাখা বলতে এমন এক অবস্থাকে বোঝায় যেখানে একজন ব্যক্তি সন্তোষজনকভাবে প্রস্রাব করতে পারে না। সেই ব্যক্তি প্রস্রাবের বেগ অনুভব করতে পারে ও তার মূত্রথলি যে পুরো ভর্তি তাও বুঝতে পারে, কিন্তু পুরোপুরি প্রস্রাব করে উঠতে পারে না।

তীব্র প্রস্রাব চেপে রাখার সমস্যা হঠাৎ করেই হতে পারে এবং যন্ত্রণাকর উপসর্গ দেখা দিতে পারে, ফলে তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হয়। যাইহোক, বেশ কয়েক বছর যাবৎ প্রস্রাব চেপে রাখার এই সমস্যা থাকলে এবং কোনও যন্ত্রণাকর উপসর্গ যদি না থাকে, তাহলে সেই ব্যক্তির আস্তে আস্তে মূত্রথলি পুরোপুরি শূন্য করার ক্ষমতা চলে যায়।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?

তীব্র প্রস্রাব চেপে রাখার সমস্যার উপসর্গগুলি নিম্নরূপ:

  • প্রস্রাব করতে না পারা
  • প্রস্রাবের বেগ অনুভব করা
  • তলপেটে ব্যাথা
  • তলপেট স্ফীত হয়ে যাওয়া

দীর্ঘকাল যাবৎ প্রস্রাব চেপে রাখার সমস্যার উপসর্গগুলি হল:

  • প্রস্রাব নির্গমণে সমস্যা
  • প্রস্রাবের অপেক্ষাকৃত সরু ধারা
  • একবার প্রস্রাব করার পর তাৎক্ষনিকভাবে পুনরায় করার তাগিদ
  • প্রস্রাব করার পর তলপেটে হালকা অস্বস্তি

এর প্রধান কারণগুলি কি কি?

প্রস্রাব চেপে রাখার সমস্যার অনেকগুলি কারণ আছে এবং এর অন্তর্নিহিত কারণগুলি সূদুর প্রসারী:

এর রোগ নির্ণয় ও চিকিৎসা কিভাবে হয়?

তীব্র প্রস্রাব চেপে রাখার সমস্যাজনিত রোগ নির্ণয়ের ক্ষেত্রে, ডাক্তার এইসকল পরীক্ষাগুলি করতে পারেন

  • শারীরিক পরীক্ষা
  • সিস্টোস্কোপি
  • সিটি স্ক্যান
  • ইউরোডাইনামিক টেস্ট (যে টেস্টে ধরা পড়ে যে মূত্রথলি ও মূত্রনালী কতটা ভালোভাবে মূত্র সঞ্চিত রাখতে ও মুক্ত করতে পারে)
  • ইলেক্ট্রোমায়োগ্রাফী (আক্রান্ত স্থানের স্নায়ুর কার্যকলাপ পরিমাপ ও বিশ্লেষণ)

ডাক্তার এইসকল পদ্ধতিগুলি অবলম্বন করে প্রস্রাব চেপে রাখার সমস্যার চিকিৎসা করতে পারেন:

  • মুত্রনালীর প্রসারণ (মুত্রনালীর সম্মুখভাগ প্রসারিত করা যাতে প্রস্রাব সঠিকভাবে নিষ্কাশিত হতে পারে)
  • মূত্রনালীর স্টেন্ট প্রতিস্থাপন (একটি কৃত্রিম নল সন্নিবিষ্ট করে মূত্রনালীর প্রসারণ ঘটানো)
  • প্রস্টেটের ওষুধ (প্রস্রাব চেপে রাখার উপসর্গগুলি দূর করতে প্রস্টেট গ্রন্থির বৃদ্ধি রোধের ওষুধ দেওয়া হয়)
  • মূত্রথলির নিষ্কাশন (একটি নল দ্বারা মূত্রথলি খালি করা হয়)
  • সার্জারি বা শল্যচিকিৎসা



তথ্যসূত্র

  1. American Academy of Family Physicians [Internet]. Leawood (KS); Urinary Retention in Adults: Diagnosis and Initial Management
  2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Urine and Urination
  3. Healthdirect Australia. Urinary retention. Australian government: Department of Health
  4. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Urinary Retention
  5. Clinical Trials. Prevention of Post-operative Urinary Retention (POUR). U.S. National Library of Medicine. [internet].

ইউরিনারি রিটেনশন (প্রস্রাব চেপে রাখা) জন্য ঔষধ

Medicines listed below are available for ইউরিনারি রিটেনশন (প্রস্রাব চেপে রাখা). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.