হিমোগ্লোবিনের অভাব - Hemoglobin deficiency in Bengali

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

April 26, 2019

October 05, 2020

হিমোগ্লোবিনের অভাব
হিমোগ্লোবিনের অভাব

হিমোগ্লোবিনের অভাব কি?

হিমোগ্লোবিন হলো আমাদের লাল রক্ত কণিকায় থাকা একটি অত্যাবশ্যক যা প্রোটিন। এর কাজ শরীরের কোষ ও টিস্যুতে অক্সিজেন বহন করা। হিমোগ্লোবিন স্বল্পমাত্রাকে বলা হয় হিমোগ্লোবিনের অভাব, রক্তপরীক্ষার মাধ্যমে সহজেই নির্ণয় করা যায় এবং পুরুষের ক্ষেত্রে 13.5 জি/ডিএল (135জি/এল) ও মহিলাদের ক্ষেত্রে 12 জি/ডিএল (120 জি/এল) চেয়ে কম মাত্রাকে সাধারণত বোঝানো হয়।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলো কি কি?

সাধারণত, হিমোগ্লোবিনের সংখ্যা যদি স্বাভাবিকের চেয়ে সামান্য কম থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি কোনওরকম উপসর্গ নাও অনুভব করতে পারেন।

যাইহোক, হিমোগ্লোবিনের অভাবের উপসর্গগুলি হলো:

এর প্রধান কারনগুলো কি কি?

অত্যাধিক রক্তক্ষয়ের কারণে হিমোগ্লোবিনের মাত্রা কমতে পারে আর তার একাধিক কারণে হতে পারে:

  • আঘাতের কারণে অত্যাধিক রক্তপাত
  • ঘনঘন রক্তদান
  • অত্যাধিক রজঃস্রাব

শরীরে লাল রক্ত কণিকার অত্যাধিক ভাঙনের জন্য কিছু অবস্থা হিমোগ্লোবিনের মাত্রা কমার কারণ হতে পারে:

অন্যান্য যেসমস্ত কারণে লাল রক্ত কণিকা পর্যাপ্ত মাত্রায় তৈরি হতে পারে না বলে হিমোগ্লোবিনের অভাব দেখা দেয়, তা হলো:

  • ভিটামিন বি12 কম পরিমাণে গ্রহণ
  • হাড়ের মজ্জার অসুখ (কারণ লাল রক্ত কণিকা হাড়ের মজ্জাতে তৈরি হয়।
  • অ্যা্প্লাস্টিক অ্যানিমিয়া - হাড়ের মজ্জার ক্যান্সার, যার ফলে নতুন কণিকা অথবা কোষ তৈরির ক্ষমতা নষ্ট হয়ে যায়।
  • কিডনির অসুখ
  • খাদ্যে আয়রন এবং ফোলেটের কম মাত্রা

এটি কিভাবে নির্ণয় ও চিকিৎসা করা হয়?

হিমোগ্লোবিনের স্বল্প মাত্রা সাধারণ রক্তপরীক্ষা মাধ্যমেই সনাক্ত ও নির্ণয় করা যায়। চিকিৎসক সাধারণত কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট সবার আগে করাতে দেন। এতে রক্তের সমস্ত উপাদান পরিমাপ করা হয়, যেমন শ্বেত রক্ত কণিকা, সাদা রক্তকোষ, প্লেটলেটস, হিমোগ্লোবিন, হেমাটোক্রিট (লাল রক্ত কণিকা কত শতাংশ রক্ত তৈরি করছে)। যেসব ক্ষেত্রে রক্ত পরীক্ষা করানো হতে পারে:

  • ভিতরে রক্তপাতের লক্ষণ
  • গর্ভাবস্থা
  • রক্তক্ষয়
  • কিডনির সমস্যা
  • অ্যানিমিয়া
  • ক্যান্সার
  • নির্দিষ্ট কিছু ওষুধ সেবন

কি কারণে অভাব দেখা দিয়েছে, তার ওপর নির্ভর করে হিমোগ্লোবিনের স্বল্প মাত্রার চিকিৎসা। অ্যানিমিয়া অথবা অপুষ্টির ক্ষেত্রে চিকিৎসক খাদ্যের সম্পূরক দিতে পারেন, যা রক্তে আয়রন, ভিটামিন বি12 অথবা ফোলেটের মাত্রা বাড়ায়। কোনও চোটের কারনে রক্তক্ষয় হলে ব্লাড ট্রান্সফিউশন বা রক্ত পরিব্যাপ্তির দরকার হতে পারে। সাধারনত, অন্তর্নিহীত কারণগুলির চিকিৎসা করলে হিমোগ্লোবিনের স্বল্প মাত্রার সমস্যা দূর হয়ে যায়। লোহিত রক্ত কণিকা অত্যাধিক মাত্রায় ধ্বংস হওয়ার ক্ষেত্রে রোগের চিকিৎসার পাশাপাশি সাপ্লিমেন্ট বা সম্পূরকেরও প্রয়োজন পড়তে পারে।



তথ্যসূত্র

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Hemoglobin
  2. Healthdirect Australia. Iron deficiency symptoms. Australian government: Department of Health
  3. MedlinePlus Medical: US National Library of Medicine; Iron
  4. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Iron deficiency: adults
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Hemoglobin Test

হিমোগ্লোবিনের অভাব জন্য ঔষধ

Medicines listed below are available for হিমোগ্লোবিনের অভাব. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.