সারাংশ
লিভার হল সবচেয়ে বড় গ্রন্থি, পাশাপাশি মানুষের শরীরের অভ্যন্তরীণ একটি অঙ্গ । এটি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে, যেমন হজম, পুষ্টির বিপাক ও সঞ্চয়, ওষুধ, মদ এবং বিপাকের সময়ে উৎপন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থগুলির বিষ-নাশ, আর বিশেষ প্রোটিন ও রক্ত জমাট বাঁধার উপাদানও উৎপাদন করে। যেহেতু যকৃৎ নানা রকমের কাজ করে, তাই যকৃতের রোগের উপসর্গও নানা প্রকারের। কিন্তু সব চেয়ে লক্ষণীয় যে উপসর্গ যা যকৃতের রোগ বোঝায় তা হল জন্ডিস। জন্ডিস হলে ত্বক এবং চোখ হলুদ রঙের হয়ে যায়, প্রস্রাবের রঙ হয় গাঢ় হলুদ। এর নির্ণায়ক পরীক্ষা হল আলট্রা-সো্নোগ্রাফি, সিটি স্ক্যান অথবা যকৃতের বাইয়প্সি। যকৃতের রোগের চিকিৎসা নির্ভর করবে এর অন্তর্নিহিত রোগের উপরে। যকৃতের সিরোসিস রোগে যকৃতে প্রচুর দাগ দেখা যায়। সিরোসিস হলে অবশেষ যকৃৎ কাজ করতে ব্যর্থ হয়, যা যকৃতের রোগের অন্তিম ধাপের দুঃখজনক পূর্বাভাস।