ফুসফুসের ক্যান্সার - Lung Cancer in Bengali

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

February 13, 2019

March 06, 2020

ফুসফুসের ক্যান্সার
ফুসফুসের ক্যান্সার

সারাংশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে, রোগব্যাধিগুলি যেগুলি বিশ্বব্যাপী মৃত্যুর অগ্রগণ্য কারণ সেই তালিকায় ক্যান্সার দ্বিতীয় স্থানে রয়েছে। এগুলির মধ্যে, প্রায় 70% মানুষ যাঁরা ক্যান্সারে মারা যান তাঁরা কম-আয় এবং মাঝারি-আয়ের দেশগুলির অন্তর্গত। ফুসফুসের (লাং) ক্যান্সার সবচেয়ে প্রভাব বিস্তারকারী ক্যান্সারগুলির মধ্যে অন্যতম। উচ্চ দূষণ মাত্রা, রেডিয়েশন (বিকিরণ), সিগারেট খাওয়া এবং অ্যাসবেস্টস-এর মত কিছু ক্ষতিকর রাসায়নিকের প্রভাবের আওতায় আসা কোনও ফুসফুসের ক্যান্সার গড়ে ওঠার প্রচলিত কারণ এবং বিপদের উপাদান। ফুসফুসের ক্যান্সারগুলি সাধারণতঃ তিন প্রকারে শ্রেণীভাগ করা হয়ঃ ক্ষুদ্র কোষ, অ-ক্ষুদ্র কোষ এবং লাং কার্সিনয়েড টিউমার। অন্যান্য প্রকারের ফুসফুসের ক্যান্সারের মধ্যে অ-ক্ষুদ্র কোষ ফুসফুসের ক্যান্সার হল সবচেয়ে ব্যাপক। ডাক্তাররা একটা বুকের এক্স-রে, সিটি স্ক্যান কিংবা একটা পিইটি-সিটি স্ক্যান, ব্রংকোস্কোপি করেন, রক্ত পরীক্ষার নির্দেশ দেন এবং ফুসফুসের ক্যান্সার নির্ণয় করার জন্য একটা স্পাইরোমিটার (ফুসফুসের ক্ষমতা-পরিমাপক যন্ত্র) ব্যবহার করেন। ফুসফুসের ক্যান্সার চিকিৎসা ক্যান্সারের ধরণ এবং অগ্রগতির ব্যাপ্তির উপর নির্ভর করে। ফুসফুসের ক্যান্সারের ফলাফল ভালো হয় যদি উপস্থাপিত উপসর্গগুলি ক্যান্সারযুক্ত টিউমারের পরিবর্তে প্রাথমিক টিউমার হয়। ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ করার সবচেয়ে ভাল উপায় হচ্ছে ধূমপান ছেড়ে দেওয়া।      

ফুসফুসের ক্যান্সার এর উপসর্গ - Symptoms of Lung Cancer in Bengali

ফুসফুসের ক্যান্সারের উপসর্গগুলি বুকে এবং সেই সঙ্গে শরীরের বাকি অংশে দেখা যেতে পারে।

এগুলি বেশ কয়েক বছর পরে বাড়ে এবং অবস্থার বেশি মাত্রায় অগ্রসর পর্যায় পর্যন্ত স্পষ্টভাবে দৃশ্যমান হয়না। ফুসফুসের ক্যান্সারের উপসর্গগুলি যা বুকে দেখা যায় সেগুলো নিম্নরূপঃ

  • হিমপ্টিসিস (রক্ত কাশি তোলা) অথবা থুথুর রং এবং পরিমাণে একটা পরিবর্তন।
  • বারবার নিউমোনিয়া সংঘটন (প্রদাহ কিংবা ফোলা এবং বায়ুথলিগুলিতে তরল জমা) কিংবা ব্রংকাইটিস (নলগুলিতে প্রদাহ, যা ফুসফুস থেকে এবং ফুসফুসে বাতাস বহন করে)।      
  • বুক ব্যথা
  • কর্কশ বা খড়খড়ে শব্দ (শ্বাসক্রিয়ার সময় শব্দ করা)
  • শ্বাসের কষ্ট
  • কাঁধ ব্যথা
  • কাশার সময় অনভ্যস্ত জায়গাগুলিতে ব্যথা।

যখন ক্যান্সার ফুসফুস ছাড়িয়ে ছড়িয়ে পড়ে, নীচের উপসর্গগুলি শরীরের বাকি অংশে দেখা যায়ঃ

ফুসফুসের ক্যান্সার এর চিকিৎসা - Treatment of Lung Cancer in Bengali

ফুসফুসের ক্যান্সারের জন্য চিকিৎসা ক্যান্সারের ধরণ এবং পর্যায়ের উপর নির্ভর করে। নীচের পদ্ধতিগুলি ফুসফুসের ক্যান্সার চিকিৎসা করতে ব্যবহার করা হয়ঃ  

ক্ষুদ্র কোষ ফুসফুস ক্যান্সার

  • ক্ষুদ্র কোষ ফুসফুস ক্যান্সার চিকিৎসার ধারণা হল ক্যান্সারের উপসর্গগুলি কমানো এবং জীবনের দৈর্ঘ্য বৃদ্ধি করা। চিকিৎসা বিধির মধ্যে অন্তর্ভুক্ত কেমোথেরাপি এবং রেডিওথেরাপি অথবা এই দুইয়ের সংমিশ্রণ।
  • যেহেতু ক্ষুদ্র কোষ ফুসফুস ক্যান্সার প্রায়শঃ শরীরের বাকি অংশে শীঘ্র ছড়িয়ে পড়ে, অস্ত্রোপচারকে চিকিৎসার একটা বিকল্প হিসাবে বিবেচনা করা হয়না। যাই হোক, শরীরের বাকি অংশে ছড়িয়ে পড়ার আগে যদি ক্যান্সার নির্ণয় করা হয়, অস্ত্রোপচার সম্পাদন করা যেতে পারে।
  • যেসমস্ত মানুষ অস্ত্রোপচারের মধ্য দিয়ে যান, ক্যান্সারের পুনরাবৃত্তির বিপদ কমানোর জন্য, তাঁদের রেডিওথেরাপি এবং/অথবা কেমোথেরাপি দেওয়া হয়। 

অ-ক্ষুদ্র কোষ ফুসফুস ক্যান্সার

শরীরে ক্যান্সারের বৃদ্ধির উপর ভিত্তি করে অ-ক্ষুদ্র কোষ ফুসফুস ক্যান্সারের চিকিৎসা বদলে যেতে পারে। নীচে উল্লিখিতগুলো হচ্ছে অ-ক্ষুদ্র কোষ ফুসফুস ক্যান্সারের তিনটি স্তর যা অনুসারে চিকিৎসার রীতিপদ্ধতি বদলে যায়ঃ  

  • যখন শুধু একটা ফুসফুস আক্রান্ত হয়  
    ফুসফুস থেকে ক্যান্সার কোষগুলি বাদ দেবার জন্য অস্ত্রোপচার সম্পাদন করা হতে পারে। অস্ত্রোপচারের পর ক্যান্সার কোষগুলি ধ্বংস করার জন্য যেগুলি শরীরে অন্য কোথাও উপস্থিত থাকতে পারে, কেমোথেরাপির একটা কোর্স দেওয়া হতে পারে।
  • যখন ক্যান্সার মাঝারিভাবে ছড়িয়েছে  
    যদি ক্যান্সার ছড়িয়ে থাকে অস্ত্রোপচার সম্ভব নাও হতে পারে। রেডিওথেরাপির সাথে কেমোথেরাপি দেওয়া হতে পারে, অথবা ক্যান্সার কোষগুলোর কোনও অবশিষ্টাংশ ধ্বংস করার জন্য একটা রেডিওথেরাপি দেওয়া যেতে পারে।
  • যখন ক্যান্সার ব্যাপকভাবে ছড়িয়েছে  
    যখন ক্যান্সার অত্যন্ত বেশি ছড়িয়েছে তখন কেমোথেরাপির পরামর্শ দেওয়া হচ্ছে। রেডিওথেরাপি কিংবা অস্ত্রোপচার এই সময়ে হয়তো উপযুক্ত বা কার্যকর হবেনা। যদি ক্যান্সার আগের কেমোথেরাপির কোর্সের পরে বেড়েই চলে একটা কেমোথেরাপি কোর্স আবার দেওয়া হয়। 

ফুসফুসের ক্যান্সারের কিছু কেসের চিকিৎসায়, কেমোথেরাপির পরিবর্তে জৈব (বায়োলজিক্যাল) থেরাপিগুলি প্রয়োগ করা হয়। এগুলি টিউমার কোষগুলির বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। টার্গেটেড থেরাপিগুলিও কেমোথেরাপির জায়গায় কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়।  

অস্ত্রোপচারগত প্রক্রিয়া

ফুসফুসের ক্যান্সার চিকিৎসায় অস্ত্রোপচারগত বিকল্পগুলির মধ্যে রয়েছেঃ

  • নিউমোনেক্টোমি  
    নিউমোনেক্টোমি হচ্ছে ক্যান্সার দ্বারা আক্রান্ত ফুসফুস বাদ দেওয়ার একটা অস্ত্রোপচারগত প্রক্রিয়া। এই অস্ত্রোপচার সাধারণভাবে সম্পাদন করা হয় যদি ক্যান্সার অগ্রসর অবস্থায় থাকে এবং ফুসফুসের প্রধান অংশগুলিকে জড়ায়।   
  • লোবেক্টোমি  
    এটা একটা অস্ত্রোপচারগত প্রক্রিয়া যেখানে রোগগ্রস্ত ফুসফুসের ছোট ছোট ভাগগুলি যেগুলিকে লোবস (খণ্ড) বলা হয়, বাদ দেওয়া হয়। 
  • সেগমেন্টেক্টোমি  
    ফুসফুসের ক্যান্সারের অল্প কিছু ক্ষেত্রে সেগমেন্টেক্টোমি ব্যবহার করা হয়। এই অস্ত্রোপচার সম্পাদন করা হয় যখন ক্যান্সার ফুসফুসের একটা লোব-এর (খণ্ড) একটা ছোট ভাগে আবদ্ধ থাকে এবং আকারে ছোট হয়। ফুসফুসের অতি ক্ষুদ্র টুকরো যা ক্যান্সারের দ্বারা আক্রান্ত হয়েছে সেটা এই অস্ত্রোপচারে বাদ দেওয়া হয়। সেগমেন্টেক্টোমি সাধারণভাবে অ-ক্ষুদ্র কোষ ফুসফুস ক্যান্সারের গোড়ার পর্যায়ে সম্পাদন করা হয়। এই অস্ত্রোপচারের অপর নাম হল ওয়েজ রিসেকশন। 
  • স্লিভ রিসেকশন  
    এই প্রক্রিয়ায় একটা বড় বায়ুপথের (শ্বাসনালী) একটা ভগ্নাংশ অস্ত্রোপচারগতভাবে বাদ দেওয়া হয়। নিউমোনেক্টোমির জায়গায় যখন এই অস্ত্রোপচার বেছে নেওয়ার একটা সম্ভাবনা থাকে তখন বেশি ভাল ফুসফুসের ক্রিয়া অর্জন করা বা সংরক্ষণ করা সম্ভব।

ফুসফুসের ক্যান্সারের অস্ত্রোপচারগুলি সম্পাদন করার আগে ডাক্তাররা স্পাইরোমেট্রি, ইলেক্ট্রোকার্ডিওগ্রাম এবং অন্যান্য ফিটনেস পরীক্ষাগুলি করেন।

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Energy & Power Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for problems like physical and sexual weakness and fatigue, with good results.
Power Capsule For Men
₹719  ₹799  10% OFF
BUY NOW

ফুসফুসের ক্যান্সার কি - What is Lung Cancer in Bengali

ক্যান্সার হচ্ছে একটা অবস্থা যাতে শরীরের কোষগুলো একটা অনিয়ন্ত্রিতভাবে সংখ্যাবৃদ্ধি করে। ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে, এই অস্বাভাবিক বৃদ্ধি হয় ফুসফুসের ভিতরে অথবা শরীরের অন্য কোনও অংশ থেকে ক্যান্সার কোষগুলির ফুসফুসে ছড়ানোর কারণে ঘটে।  

ভারতে, নতুন ক্যান্সারের কেসগুলির মধ্যে, 6.9% হচ্ছে ফুসফুসের ক্যান্সার এবং পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে ক্যান্সারের কারণে ঘটা মৃত্যুর 9.3% বিবেচনা করা হয়। ফুসফুসের ক্যান্সার কেসের সংখ্যা সময়ের সাথে চেন্নাই, বেঙ্গালুরু এবং দিল্লি শহরগুলিতে বেড়েছে। 



তথ্যসূত্র

  1. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Cancer.
  2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Lung Cancer.
  3. National Health Service [Internet]. UK; Diagnosis - Lung cancer.
  4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; What Is Lung Cancer?.
  5. Kelly M. Latimer, Timothy F. Mott. Am Fam Physician. 2015 Feb 15;91(4):250-256. [Internet] American Academy of Family Physicians; Lung Cancer: Diagnosis, Treatment Principles, and Screening.
  6. Prabhat Singh Malik, Vinod Raina. Lung cancer: Prevalent trends & emerging concepts. Indian J Med Res. 2015 Jan; 141(1): 5–7. PMID: 25857489.
  7. National Institutes of Health; National Cancer Institute. [Internet]. U.S. Department of Health & Human Services; small cell lung cancer.
  8. American Cancer Society [Internet] Atlanta, Georgia, U.S; Lung Cancer.
  9. National Institutes of Health; National Cancer Institute. [Internet]. U.S. Department of Health & Human Services; non-small cell lung cancer .
  10. National Institutes of Health; National Cancer Institute. [Internet]. U.S. Department of Health & Human Services; Small Cell Lung Cancer Treatment .
  11. American Cancer Society [Internet] Atlanta, Georgia, U.S; cancer.org1.800.227.2345; Non-Small Cell Lung Cancer Early Detection, Diagnosis, and Staging.
  12. American Cancer Society [Internet] Atlanta, Georgia, U.S; Lung Carcinoid Tumor Stages.
  13. National Health Service [Internet]. UK; Causes - Lung cancer
  14. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; What Are the Risk Factors for Lung Cancer?.
  15. National Health Service [Internet]. UK; Prevention - Lung cancer.
  16. National Health Service [Internet]. UK; Biopsy.
  17. National Institutes of Health; National Cancer Institute. [Internet]. U.S. Department of Health & Human Services; liquid biopsy .
  18. National Health Service [Internet]. UK; Treatment - Lung cancer.
  19. American Cancer Society [Internet] Atlanta, Georgia, U.S; Surgery to Treat Lung Carcinoid Tumors.
  20. American Cancer Society [Internet] Atlanta, Georgia, U.S; Treating Lung Carcinoid Tumors.
  21. American Cancer Society [Internet] Atlanta, Georgia, U.S; Other Drug Treatments for Lung Carcinoid Tumors.
  22. American Cancer Society [Internet] Atlanta, Georgia, U.S; Supportive Procedures for Lung Carcinoid Tumor Symptoms.
  23. National Institutes of Health; National Cancer Institute. [Internet]. U.S. Department of Health & Human Services; Adjusting to Cancer.
  24. National Institutes of Health; National Cancer Institute. [Internet]. U.S. Department of Health & Human Services; Feelings and Cancer.
  25. National Institutes of Health; National Cancer Institute. [Internet]. U.S. Department of Health & Human Services; Advanced Cancer.

ফুসফুসের ক্যান্সার জন্য ঔষধ

Medicines listed below are available for ফুসফুসের ক্যান্সার. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.