নিউমোনিয়া - Pneumonia in Bengali

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

December 29, 2018

August 22, 2020

নিউমোনিয়া
নিউমোনিয়া

সারাংশ

নিউমোনিয়া হল ফুসফুসের একটা সংক্রমণ যাতে অ্যালভিওলাই নামে কথিত ফুসফুসের ক্ষুদ্র বায়ুভরা থলিগুলিতে তরল এবং পূঁজ জমা হয়। এটা একটা বা উভয় ফুসফুসকে আক্রমণ করতে পারে। নিউমোনিয়া জীবাণুঘটিত, ছত্রাকঘটিত, ভাইরাসঘটিত (বিষাক্ত) এবং অন্যান্য কম পরিচিত ধরণের সংক্রমণ সহ অনেক অন্তর্নিহিত কারণের সাথে যুক্ত থাকে। উপসর্গগুলির মধ্যে রয়েছে কাশি, কাঁপুনিসহ জ্বর, এবং শ্বাসপ্রশ্বাসে কষ্ট। এই উপসর্গগুলি মৃদু, মাঝারি, অথবা তীব্র হতে পারে। সংক্রমণের তীব্রতা সংক্রমণ ঘটানো অণুজীব (ব্যাক্টেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস), আক্রান্ত ব্যক্তির সার্বিক স্বাস্থ্য এবং সেই সাথে বয়স ইত্যাদির মত বহু বিষয় দ্বারা নির্ধারিত হয়। আক্রান্ত ব্যক্তির চিকিৎসাগত (মেডিক্যাল) ইতিহাস, ল্যাবোরেটোরি পরীক্ষা এবং অন্যান্য রোগ লক্ষণ সংক্রান্ত এবং ইমেজিং (ছবি তোলা) পরীক্ষার উপর ভিত্তি করে রোগের উপসর্গ নির্ণয় নিশ্চিত করা হয়।        

চিকিৎসা নির্ভর করছে সংক্রমণের ধরণের উপর যা নিউমোনিয়া ঘটায়। যদি নিউমোনিয়া কোনও ভাইরাসঘটিত সংক্রমণের কারণে ঘটে, কোনও নির্দিষ্ট চিকিৎসা প্রযুক্ত হয়না এবং ব্যক্তির স্বাস্থ্য সচরাচর নিজের থেকেই ভাল হয়ে যায়। জীবাণুঘটিত নিউমোনিয়ার ক্ষেত্রে, অ্যান্টিবায়োটিকগুলি ব্যবহার করা হয়। যদিও নিউমোনিয়া বেশির ভাগ ক্ষেত্রে বাড়িতে অথবা ডাক্তারের ক্লিনিকের বাইরে চিকিৎসা করা হয়, কোনও গুরুতর সংক্রমণে হাসপাতালে ভর্তির দরকার হতে পারে। রোগটার জটিলতাগুলির মধ্যে থাকতে পারে ফুসফুস ফোলা (পূঁজ সৃষ্টি), শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত বিকলতা, অথবা সেপসিস (রক্তের সংক্রমণ), যা প্রায়ই একাধিক অঙ্গের বিকলতার দিকেও নিয়ে যেতে পারে। যেসমস্ত ব্যক্তি এমনিতেই স্বাস্থ্যবান যদি দ্রুত চিকিৎসা এবং তত্ত্বাবধান শুরু করা হয় সাধারণতঃ দ্রুত নিরাময় দেখাতে পারেন। যাই হোক, পাঁচ বৎসর বয়সের নীচে থাকা শিশুরা এবং 65 বৎসর বয়সের বেশি বয়স্কদের পক্ষে নিউমোনিয়া বেশি গুরুতর হওয়ার প্রবণ হয়। দীর্ঘ-মেয়াদী রোগে ভোগা ব্যক্তিরা, বিশেষতঃ কিডনি, ফুসফুস কিংবা হার্টের রোগীরা, এবং যাঁদের দুর্বল প্রতিরোধ ব্যবস্থা থাকে, নিউমোনিয়া গুরুতর হওয়ার প্রবণতা থাকে।        

নিউমোনিয়া কি - What is Pneumonia in Bengali

আমাদের ফুসফুসে নলাকৃতি কাঠামো থাকে, যাকে বলে ব্রংকাই, যেগুলি নিঃশ্বাসের সাথে নেওয়া বাতাস ফুসফুসগুলিতে বয়ে নিয়ে যেতে সাহায্য করে। এই ব্রংকাই, ফুসফুসগুলোতে ঢোকার পর, ব্রংকিওল (ফুসফুসের অনেকগুলি ক্ষুদ্র নল) তৈরি করার জন্য আরও শাখা বিস্তার করতে থাকে। ব্রংকিওলগুলি অ্যালভিওলাই বলে কথিত ক্ষুদ্র বায়ুভরা থলিগুলির গুচ্ছের মধ্যে এসে শেষ হয়। যখন অ্যালভিওলাই উত্তেজিত হয় বা স্ফীত হয় এবং তরল দিয়ে ভর্তি হয়ে যায়, সেই অবস্থা নিউমোনিয়া হিসাবে পরিচিত।    

যদিও নিউমোনিয়া শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের বিশ্বব্যাপী আক্রমণ করে, এর ব্যাপকতা সাউথ এশিয়া এবং সাহারা মরুভূমির দক্ষিণে অবস্থিত আফ্রিকার অঞ্চলগুলিতে সবচেয়ে বেশি। প্রতি বৎসর জ্ঞাপিত শৈশব নিউমোনিয়ার 4.3 কোটি কেস সমেত ভারত, বিশ্ব জুড়ে 15টা দেশ যাদের নিউমোনিয়ার একটা বিরাট বোঝা রয়েছে, সেই তালিকার শীর্ষস্থানে আছে। প্রতি শিশু-বৎসরে রোগের হার 0.2 থেকে 0.5 ঘটনার মধ্যে পরিবর্তিত হতে দেখা গিয়েছে। এগুলির মধ্যে, মোটামুটিভাবে 10 থেকে 20% ক্ষেত্র হল গুরুতর তীব্রতার।      

কিভাবে নিউমোনিয়া ছড়ায়?

  • তরলের ফোঁটার মাধ্যমে
    যখন নিউমোনিয়া-আক্রান্ত একজন ব্যক্তি নাক এবং/অথবা মুখ না ঢেকে কাশেন বা হাঁচি দেন।  
  • রক্তের মাধ্যমে  
    বিশেষতঃ জন্মকালীন এবং জন্মের অল্প পরে।

নিউমোনিয়া রোগ বাধানো শক্তিগুলি কিভাবে ছড়ায় এটা বোঝার জন্য আরও অনুসন্ধান দরকার যেহেতু এটা প্রতিরোধের একটা গুরুত্বপূর্ণ দিক। 

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹712  ₹799  10% OFF
BUY NOW

নিউমোনিয়া এর উপসর্গ - Symptoms of Pneumonia in Bengali

নিউমোনিয়ার উপসর্গগুলি হয় কয়েক দিন সময় নিয়ে ধীরে ধীরে অথবা 24-48 ঘণ্টার মধ্যে হঠাৎ বেড়ে যেতে পারে।

পরিচিত উপসর্গগুলি হলঃ

  • জ্বর
  • অসুস্থ হওয়ার একটা সাধারণ অনুভূতি।
  • কাশি, যা শুকনো হতে পারে, অথবা একটা ঘন হলদেটে সবুজ, সবুজ, বাদামী কিংবা রক্ত-মাখা শ্লেষ্মা (কাশির সাথে শ্লেষ্মা) সৃষ্টি করতে পারে।
  • ক্ষুধামান্দ্য (খিদে না থাকা)।  
  • ঘাম হওয়া।
  • কম্পিত হওয়া (গা কাঁপা)।
  • কম শক্তি এবং অত্যধিক ক্লান্তি।
  • বিশ্রাম নেওয়ার সময়ও নিঃশ্বাস-প্রশ্বাসে কষ্ট। আপনি শ্বাসকষ্ট অনুভব করতে পারেন অথবা কোনও পরিশ্রম ছাড়াই আপনার শ্বাস-প্রশ্বাস দ্রুত এবং অগভীর দিকে যেতে পারে।  
  • দ্রুত হৃদস্পন্দন।
  • একটা তীক্ষ্ণ বা ছুরিকাঘাত ধরণের বুকে ব্যথা, যা শ্বাস-প্রশ্বাস নেওয়ার বা কাশির সময় আরও খারাপ হয়।

কম পরিচিত উপসর্গগুলি নিম্নরূপঃ

নিউমোনিয়া কোন কোন সময় অন্যান্য অবস্থাগুলিকে অনুকরণ করতে পারে, যেমনঃ

  • অ্যাজমা - ফুসফুসের শ্বাসনালীগুলিতে খিঁচুনি।
  • তীব্র কিন্তু অল্পস্থায়ী ব্রংকাইটিস – ফুসফুসের শ্বাসনালীগুলির প্রদাহ বা স্ফীতি (ফোলা)।
  • গ্যাস্ট্রোএসোফেজিল রিফ্লাক্স ডিজিজ (জিইআরডি) – একটা ক্রনিক অবস্থা যাতে পাকস্থলী থেকে অ্যাসিড খাদ্যনালীতে উল্টোদিকে প্রবাহিত হয়।
  • ফুসফুসের স্ফীতি – ফুসফুসে পূঁজ জমা।
  • এম্পিমা – ফুসফুসের আবরণের স্তরের (প্লুরা) মধ্যে পূঁজ সৃষ্টি।
  • সিওপিডি – ফুসফুসে বায়ুপ্রবাহের দীর্ঘ-মেয়াদী বাধার দ্বারা সৃষ্ট এক গুচ্ছ ফুসফুসের ব্যাধি, এভাবে শ্বাস-প্রশ্বাসে বাধা সৃষ্টি করে।  
  • পালমোন্যারি এম্বোলিজম – ফুসফুসে রক্ত সরবরাহকারী নালীগুলিতে একটা বাধা এবং ফুসফুসের টিস্যুগুলিতে একে পৌঁছানোয় বাধা দেওয়া।
  • ভ্যাস্কুলাইটিস – রক্তবাহী নালীগুলির দেয়ালের প্রদাহ বা স্ফীতি।
  • এন্ডোকার্ডাইটিস - হার্টের ভিতরের আভ্যন্তরীণ ঝিল্লির আস্তরণের প্রদাহ।
  • হুপিং কফ (ঘুংড়ি কাশি)। 
  • ব্রংকিওলাইটিস ওবলিটের‍্যানস – স্ফীতি (ফোলা) বা প্রদাহের কারণে ফুসফুসের ক্ষুদ্র বায়ুপথগুলিতে একটা বাধা। 
  • কঞ্জেস্টিভ হার্ট ফেলিওর – হার্টের পাম্প করার কার্যকারিতাকে আক্রমণ করার একটা অবস্থা।
  • ফুসফুসের ক্যান্সার

নিউমোনিয়া এর চিকিৎসা - Treatment of Pneumonia in Bengali

নিউমোনিয়ার চিকিৎসা প্রধানতঃ নির্ভর করে নিউমোনিয়ার ধরণ, এর তীব্রতা, এবং এর কারণসূচক অণুজীবের (মাইক্রোঅর্গানিজম) উপর। চিকিৎসা প্রধানতঃ নজর দেয় উপসর্গগুলির উপশম করা, সংক্রমণের সমাধান করা এবং জটিলতার বৃদ্ধি অথবা অধিকতর খারাপ হওয়া প্রতিরোধ করা।

  • সাধারণতঃ ভাইরাসঘটিত নিউমোনিয়া এক থেকে তিন সপ্তাহের মধ্যে নিজের থেকেই ঠিক হয়ে যায়।
  • জীবাণুঘটিত নিউমোনিয়ার ক্ষেত্রে, একটা অ্যান্টিবায়োটিক কোর্স হচ্ছে পছন্দের চিকিৎসা। ওষুধ নেওয়া শুরু করার পরে শীঘ্রই উপসর্গগুলি উপশম হতে শুরু করে। যাই হোক, সংক্রমণটা সম্পূর্ণভাবে সারাবার জন্য বিধান দেওয়া সময়ের জন্য অ্যান্টিবায়োটিকগুলি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, এরকম করতে ব্যর্থ হলে নিউমোনিয়া আবার ফিরে আসার খুব বেশি সম্ভাবনা থাকে। অ্যান্টিবায়োটিক কোর্স-এর এক থেকে তিন দিনের মধ্যে রোগীর অবস্থায় একটা উন্নতি দেখা যেতে পারে। গুরুতর সংক্রমণ অথবা জটিলতা থাকা রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার দরকার হতে পারে। রক্তপ্রবাহে যদি অক্সিজেনের মাত্রা কমে যায়, অক্সিজেন থেরাপি দেওয়া হতে পারে।  
  • কমিউনিটি-অ্যাকোয়্যার্ড নিউমোনিয়া (যে নিউমোনিয়া সংক্রামিত হয় কোন প্রকার মেডিক্যাল প্রতিষ্ঠান বা স্বাস্থ্যসেবা কেন্দ্রের সঙ্গে খুব কম যোগাযোগ বা সংস্রব না-থাকা ব্যক্তিদের ক্ষেত্রে) থাকা বেশির ভাগ মানুষের বাড়িতে চিকিৎসা হয়।  

জীবনধারা সামলানো

যদি আপনি ইতিমধ্যেই নিউমোনিয়ায় ভুগতে থাকেন, দ্রুততর আরোগ্যলাভ এবং পরবর্তী জটিলতা প্রতিরোধ করার জন্য আপনি নীচে উল্লিখিত পদক্ষেপগুলি নিতে পারেন।

  • ডাক্তারের দ্বারা যেমন বিধান দেওয়া হয়েছে সেইমতো নিয়মিতভাবে ওষুধগুলি নিন।
  • প্রচুর বিশ্রাম নিন।
  • পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শারীরিক সংস্রব কমান।
  • কাশি বা হাঁচির সময় একটা পুরু রুমাল অথবা একটা টিস্যু দিয়ে আপনার মুখ এবং নাক ঢাকুন।
  • ব্যবহৃত টিস্যুগুলি সঙ্গে সঙ্গে ফেলে দিন।
  • ঘন ঘন আপনার হাতগুলো ধোন।

উপরে-উল্লিখিত সবকটা জিনিস অন্যান্য লোকদের মধ্যে সংক্রমণ ছড়ানোয় বাধা দিতে সাহায্য করবে।

নিউমোনিয়ার পরে আরোগ্যলাভ সময় নেয়। কিছু মানুষ বেশি তাড়াতাড়ি সেরে উঠতে পারেন এবং এক সপ্তাহের মধ্যে তাঁদের স্বাভাবিক রুটিন চালিয়ে যেতে পারেন, যেখানে অন্যদের বেলায়, এটার জন্য একমাস বা তার বেশি সময় লাগতে পারে। আপনার স্বাভাবিক রুটিনে ফিরে যাওয়ার ব্যাপারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা সবচেয়ে ভাল। 

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Energy & Power Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for problems like physical and sexual weakness and fatigue, with good results.
Power Capsule For Men
₹495  ₹799  38% OFF
BUY NOW


তথ্যসূত্র

  1. National Heart, Lung, and Blood Institute [Internet]: U.S. Department of Health and Human Services; Pneumonia
  2. Johns Hopkins Medicine [Internet]. The Johns Hopkins University, The Johns Hopkins Hospital, and Johns Hopkins Health System; Pneumonia
  3. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Pneumonia.
  4. Rudan I, Boschi-Pinto C, Biloglav Z, Mulholland K, Campbell H. Epidemiology and etiology of childhood pneumonia. Bull World Health Organ. 2008;86:408–16. PMID: 18545744
  5. Chhabra P, Garg S, Mittal SK, Satyanarayan L, Mehra M, Sharma N. Magnitude of acute respiratory infections in underfives. Indian Pediatr. 1993;30:1315–9. PMID: 8039856
  6. Gladstone BP, Muliyil J, Jaffar S, Wheeler JG, Le Fevre A, Iturriza-Gomara M. Infant morbidity in an Indian slum birth cohort. Arch Dis Child. 2008;93:479–84.
  7. National Heart, Lung, and Blood Institute [Internet]: U.S. Department of Health and Human Services; How the Lungs Work
  8. National Health Service [internet]. UK; Pneumonia

নিউমোনিয়া জন্য ঔষধ

Medicines listed below are available for নিউমোনিয়া. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Lab Tests recommended for নিউমোনিয়া

Number of tests are available for নিউমোনিয়া. We have listed commonly prescribed tests below: