স্কিন ক্যান্সার (মেলানোমা) কাকে বলে?
সবথেকে সাধারণ কান্সারগুলির মধ্যে একটি হল ত্বকের ক্যান্সার বা স্কিন ক্যান্সার। ত্বকে অস্বাভাবিক কোষের বৃদ্ধির ফলে এই সমস্যা দেখা দেয়, যা ক্রমে সমগ্র শরীরে ছড়িয়ে পড়তে পারে। স্কিন ক্যান্সার সবথেকে সহজে নিরাময়যোগ্য ক্যান্সার যদি সেটি সময়মত ধরা পড়ে।
এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি?
স্কিন ক্যান্সার মূলত তিন প্রকারের হতে পারে, প্রত্যেকটি প্রকারের কিছু নিজস্ব কিছু লক্ষণ এবং উপসর্গ দেখতে পাওয়া যায়। এই তিনটি প্রকার স্কিন ক্যান্সার ও তাদের লক্ষণ এবং উপসর্গগুলি হলো:
- বেসাল সেল স্কিন ক্যান্সার- সবথেকে সাধারণ প্রকৃতির স্কিন ক্যান্সার যাতে শরীরে ক্ষুদ্র চকচকে বা সাদা আবছা পিন্ড দেখতে পাওয়া যায়।
- স্কোয়ামাস সেল স্কিন ক্যান্সার - শরীরে গোলাপি ও অমসৃণ তলযুক্ত পিন্ড দেখা দেয়।
- মেলানোমা - ত্বকে কালো ছোপ বা পিন্ড দেখা যায়।
এই পিন্ড ও ফুস্কুড়িগুলি দীর্ঘস্থায়ী এবং সময়ের সাথে সারা দেহে ছড়িয়ে পড়ে।
এর প্রধান কারণগুলি কি?
স্কিন ক্যান্সারের প্রাথমিক কারণ হল সূর্যের অতিবেগুনি (আল্ট্রাভায়োলেট) রশ্মির সাথে অতিরিক্ত সংস্পর্শ।
যেসব মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা তুলনামূলক দুর্বল, বা কম মেলানিন উৎপাদনের ফলে যাদের ত্বক ফ্যাকাশে বা ফর্সা, তাদের মধ্যে স্কিন ক্যান্সার বেশি দেখতে পাওয়া যায়।
অন্যান্য যেসব বিষয় স্কিন ক্যান্সারের ইঙ্গিত দেয় তারা হল:
- শরীরে বেশি সংখ্যক তিলের উপস্থিতি।
- অতীতে স্কিন ক্যান্সারের আক্রমণ।
- ত্বকে ছোট ছোট দাগের উপস্থিতি।
এই রোগের কিভাবে নির্ণয় এবং চিকিৎসা করা হয়?
যেকোন সাধারণ চিকিৎসক অথবা ত্বকবিশেষজ্ঞ এই রোগটি নির্ণয় করতে সক্ষম।
রোগীর মধ্যে স্কিন ক্যান্সারের উপসর্গ দেখা দিলে এর নিশ্চিত নির্ণয়করণের জন্য সাধারণত বায়োপ্সির সাহায্য নেওয়া হয়। বেসাল সেল স্কিন ক্যান্সার যেহেতু শরীরে ছড়ায় না তাই এর জন্য বায়োপ্সি ছাড়া অন্য কোন পরীক্ষার দরকার পড়ে না। অন্য দুই প্রকার স্কিন ক্যান্সারের ক্ষেত্রে রোগ কতটা ছড়িয়ে পড়েছে নিশ্চিত জানতে আরো কয়েকটি পরীক্ষা করা হয়ে থাকে। এই পরীক্ষাগুলিতে লিম্ফ নোড বা লসিকা গ্রন্থির উপর ফাইন নিডল আসপিরেশন (এফএনএ) প্রয়োগ করে রোগের বিস্তৃতি জানা হয়।
নন-মেলানোমা স্কিন ক্যান্সারের ক্ষেত্রে অস্ত্রপচারহীন কিছু চিকিৎসা পদ্ধতি ব্যবহৃত হয়, যেমন ক্রায়োথেরাপি, এন্টি-ক্যান্সার ক্রিম, ফটোডায়নামিক থেরাপি বা গাইডেড রেডিওথেরাপি।
মেলানোমা স্কিন ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ের চিকিৎসা নন-মেলানোমা স্কিন ক্যান্সারের চিকিৎসার মতোই। কিন্তু অগ্রসর পর্যায়ের চিকিৎসায় অস্ত্রপ্রচারের মাধ্যমে আক্রান্ত স্কিন টিস্যু প্রতিস্থাপন করে নতুন গ্রাফট বা টিস্যু প্রয়োগের প্রয়োজন পরে।